নিজাম বিন রাফিক,লন্ডন থেকে: গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদ আর মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার ফলে বৃটেনের রেসপেক্ট পার্টির এমপি জর্জ গ্যালোওয়ে আজ লন্ডনের নটিংহিলে একজন ইহুদী কর্তৃক আক্রান্ত হয়ে মারাত্মক ভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন।
তার মুখপাত্র বলেছেন, তিনি যখন সাধারণ মানুষের সাথে ছবি তুলতে ব্যস্ত তখন ইসরাইলি রাষ্ট্রের সমর্থক একজন ইহুদী পিছন থেকে তাকে আক্রমণ করে তার নাকে মুখে কিল ঘুষি মারতে থাকে।
পরে মেট্রো পলিটন পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং ঐ লোকটিকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের একজন জোরালো সমর্থক হিসেবে পরিচিত জর্জ গ্যালোওয়ে সম্প্রতি ব্রাডফোর্ড সিটিকে “ইসরায়েল ফ্রি জোন” ঘোষণা করায় হয়ত এই লোকটি তার ওপর ক্ষিপ্ত হয়ে এই আক্রমণ করে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত্র করে দেখছে।
No comments:
Post a Comment