আমাদের সিলেট ডটকম:
ছাতকের বাগবাড়ীতে দেবরের ছোড়া এসিডে ঝলসে গেছে ভাবীর শরীর। বর্তমানে এসিডদগ্ধ ভাবী দিলারা বেগম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। ঘটনাটি গত ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার সদর ইউনিয়নের বাগবাড়ীর মৃত রাজ্জাক মিয়ার বাড়ীতে ঘটে।
জানা যায়, গত ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার সদর ইউনিয়নের বাগবাড়ীর মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মোছাঃ দিলারা বেগম এর সাথে তারই দেবর গ্রামের মৃত আব্দুলৱাহর পুত্র তারেক, মালেক ও অনু দের মধ্যে পুকুরের দখল নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পৰের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে দেবর তারেক ভাবী দিলারা বেগমের উপর এসিড ছোড়ে মারে। এতে ভাবীর একটি পা পুরোপুরি ঝলসে যায়। দেবরদের সংঘবদ্ধ আক্রমণে দিলারা বেগম এসিড দগ্ধ হন এবং আহত হন তার পুত্রদ্বয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্বুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত দিলারা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে দিলারা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকলেও পুত্রদ্বয়কে মারধরের অভিযোগে ছাতক থানা পুলিশ আটক করে নিয়ে গেছে। দেবর পৰ ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ার সুবোধে এসিড দগ্ধ দিলারা বেগমের মামলা এখনো গ্রহণ করেনি ছাতক থানা পুলিশ। ফলে দিলারা বেগম ও তার পুত্রদ্বয় আতংক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছাতকে দেবরের ছোড়া এসিডে ঝলসে গেছে ভাবীর শরীর মামলা নিচ্ছেনা পুলিশ
Friday, August 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment