বালাগঞ্জে জনতার সহযোগিতায় দুই ডাকাত আটক \ লুণ্ঠিত স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

Sunday, August 24, 2014

আমাদের সিলেট ডটকম:

ডাকাতি ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় আটককৃত ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। আর ডাকাতিকালে ডাকাতদের হামলায় দু’জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৬। তারিখ ২৪ আগস্ট ২০১৪ ইং।

বালাগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের আব্দুল বারীর বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা পরিবারের লোকজনকে মারধর করে সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২৪ হাজার ৫শ’ টাকা, ৩টি মোবাইল সেটসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে ডাকাতদের মারধরের শিকার হয়ে অন্তত ৪ জন আহত হন বলে স্থানীয় লোকজন দাবী করেন। আহতরা হলেন- ওয়ারিছ আলী, গৃহকর্তা আব্দুল বারী, তার ছেলে রায়হান আহমদ ও শাহজাহান মিয়া।

ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসেন। এর পর রাত ৪টার দিকে বালাগঞ্জ থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোর ৬টার দিকে উপজেলা সদরের বালাগঞ্জ বাজারের খেয়াঘাট এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তপসীপাড়া গ্রামের রতিশ দাসের ছেলে রনজিত দাস (৪৩) ও একই এলাকার শিববাড়ী সংকরসেনা গ্রামের আব্দুল হাসিমের ছেলে ফুল মিয়া (৪২) নামে দুই ডাকাতকে আটক করা হয়। ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় ৩ ভরি স্বার্ণালংকার, ২টি টর্চ লাইট, লুঙ্গিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছে হাফপ্যান্ট, রেঞ্চ ও তালা ভাঙ্গার যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এদিকে, আহতদের মধ্যে রায়হান আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়ারিছ মিয়া বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অবশ্য বালাগঞ্জ থানা পুলিশ শুধুমাত্র হাসপাতালে ভর্তি দু’জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদ ডাকাতি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভোর ৬টার দিকে স্থানীয় জনতার সহযোগীতায় দুই ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাহান মিয়া বাদী হয়ে শনিবার আটক হওয়া দু’জনসহ ১০/১২ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৬। তারিখ ২৪ আগস্ট ২০১৪ইং। মামলার বিষয়ে ডাকাতি ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License