আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, চ্যানেল আই এর জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান ‘কাফেলা ও শান্তির পথে’র উপস’াপক আলৱামা শায়খ নুর্বল ইসলাম ফার্বকী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববারের হরতালের সমর্থনে শনিবার বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে জেল রোড হয়ে ডবিৱউ টাওয়ারে বিৰোভ সমাবেশে মিলিত হয়।
বিৰোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ইসলামী ফ্রন্টের আহবায়ক হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক উপাধ্যৰ মাওলানা আহমদ আলী হেলালী, জালাল উদ্দিন আল কাদরী, মাওলানা আব্দুল মালেক আবেদী, মাওলানা দেলওয়ার হোসেন জালালী, আবু বকর জিহাদী, আব্দুস সোবহান আলকাদরী, মইনুল ইসলাম, শেখ আব্দুস শহীদ, আল আমিন, নুর্বল ইসলাম, সাজু মিয়া, ছাত্রসেনা সিলেট জেলা সভাপতি এম.এম.আই জাকারিয়া, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।
হরতালের সমর্থনে নগরীতে বিৰোভ মিছিল
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment