হাইকোর্টের নির্দেশ অমান্য ইংরেজি ব্যানার নিয়ে মৌলভীবাজারে গ্রামীন ফোন স্টার গ্রাহকদের নিয়ে কনসার্ট

Sunday, March 2, 2014

আমাদের সিলেট ডটকম:

মৌলভীবাজারে গ্রামীন ফোন স্টার গ্রাহকদের নিয়ে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করে। কিন’ স্বাধীনতা দিবসের গান পরিবেশন না করায় দর্শকদের মন জয় করতে পারেনি তারা।

শনিবার রাতে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে দেশের প্রখ্যাত ব্যান্ড এল.আর.বি, মাইলসের শিল্পীরা। প্রথমে মাইলস্‌ের সাফিন বেশ কয়েকটি ইংলিশ ও বাংলা গান পরিবেশন করেন। পরে রাত ১০টায় এল.আরবির আইয়ূব বাচ্ছু একে একে ৮টি গান সাধারন মানুষের মধ্যে পরিবেশন করেন। তারপর স্বাধীনতা দিবসের কোন গান পরিবেশন না করায় মানুষের মন জয় করতে পারেনি গ্রামিন ফোনের এই অনুষ্টানটি। তাছাড়া অনেকেই অভিযোগ করে বলেন, কিছু দিন পূর্বে মহামান্য হাইকোর্ট একটি রায় প্রদান করেন যেকোন ব্যানার বাংলার পাশাপাশি ইংরেজি লিখতে কিন্তু গ্রামীন ফোনের এই গানের অনুষ্টানের ব্যানারে শুধু ইংরেজী লিখা রয়েছে। এটা কি আদালতকে অবমাননা করা হলো না বলেন। শুধু মৌলভীবাজার জেলার স্টার গ্রাহকদেও এসএমএসর মাধ্যমে নির্বাচিতরা এই অনুষ্টানে অংশ গ্রহন করেন। তাছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন,সাংবাদিকসহ শহরের গন্যমান্যব্যক্তি বর্গ অংশ নেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License