নাটক সমাজকে এগিয়ে নেয় আর নাট্যকাররা এই এগিয়ে নেয়ার পথ
তৈরি করেন : নাট্যোৎসবের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নাটক সমাজকে এগিয়ে নেয় আর নাট্যকাররা সমাজকে এগিয়ে নেয়ার পথ তৈরি করেন।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের চেতনায় নাট্যোৎসবের গুণীজন সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সন্ধ্যার পর কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আযোজন করা হয়।
এতে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের নাট্য আন্দোলন বিকশিত হয়েছে।
তিনি বলেন, সিলেট অনেক আগে থেকেই নাট্যচর্চ্চায় এগিয়ে ছিল। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী কিছু উদাহরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নাটকের মহড়ার জন্যে একটি স্থায়ী কেন্দ্র নির্মাণে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ দেব। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এছাড়া নৃত্য ছন্দালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এবার ভাষা সৈনিক অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, নাট্যাভিনেত্রী কাজী আয়েশা বেগম ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালিকে সম্মাননা দেয়া হয়।
No comments:
Post a Comment