পরীক্ষা শেষ না হতেই খাতা কেড়ে নেয়ায় দিনাজপুর জিলা স্কুলে ভাংচুর চালিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা

Tuesday, March 4, 2014

পরীক্ষা শেষ না হতেই খাতা কেড়ে নেয়ায় দিনাজপুর জিলা স্কুলে


ভাংচুর চালিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা


altতনুজা শারমিন তনু, দিনাজপুর : পরীক্ষা শেষ না হতেই পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেয়ায় দিনাজপুর জিলা স্কুলে এসএসসি পরীক্ষার্থীরা ভাংচুর চালিয়েছে।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে জিলা স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব শাহীন আখতারকে। পুলিশ ডেকেও কোন সুরাহা না হওয়ায় শেষপর্যন্ত অভিভাবকদের মধ্যস্থতায় ভুলে জন্য ক্ষমা চেয়ে তিনি ছাড়া পান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

মঙ্গলবার ৪ মার্চ ছিল এসএসসির পদার্থবিদ্যা, ইতিহাস ও ব্যবসায়ী পরিচিতি বিষয়ে পরীক্ষা। যথা নিয়মে সকাল ১০টায় তা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল বেলা একটায়; কিন্তু এর ১৫ মিনিট আগে অর্থাৎ বেলা পৌণে একটায় কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার খাতা কেড়ে নেয়া শুরু করে বলে পরীক্ষার্থীরা অভিযোগ করেছে।

পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের এ আচরণে বিক্ষুদ্ধ হয়ে উঠে পরীক্ষার্থীরা। তারা এর প্রতিবাদ জানায়; কিন্তু তাদের সাথে রূঢ় আচরণ করে কেন্দ্র কর্তৃপক্ষ। এতে পরীক্ষার্থীরা আরো বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং একপর্যায়ে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শাহীন আখতারের কার্যালয় ঘেরাও করে কক্ষের দরজা ও জানালা ভাংচুর করে। তারা কেন্দ্র সচিবের অপসারণ চেয়ে স্লোগানও দেয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ তলব করেন কেন্দ্র সচিব। এতেও কোন ফল না পেয়ে তিনি কিছু অভিভাবককে মুঠোফোনে ডেকে আনেন। পরে অভিভাবকদের মধ্যস্থতায় ও পুলিশি প্রহরায় বিকেল পৌণে ৪টায় কক্ষ থেকে বের হয়ে হ্যান্ড মাইকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তিনি ভুলের জন্য ক্ষমা চান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License