‘সরকারকে আলোচনার প্রস্তাব দেবেন খালেদা’

Thursday, March 6, 2014

মানবজমিন: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার বিষয়ে আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দিতে খালেদা জিয়া সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিকল্পধারা সভাপতি ডা. একিএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। মেজর (অব.) মান্নান বলেন, গত ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই এই সরকার অবৈধ। তাদের আগামী বাজেট দেয়ারও অধিকার নেই। তাই সবার অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর আলোচনায় বসা প্রয়োজন। যাতে দেশের জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার ব্যাপারে আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানিয়েছি। তিনি প্রস্তাব দেয়ার জন্য সম্মত হয়েছেন। এছাড়া জোটের বাইরে ছোট দলগুলোর সঙ্গেও তিনি আলোচনা করবেন। ১৯ দলীয় জোটে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিকল্পধারার মহাসচিব বলেন, আপাতত জোটে যোগ দেয়ার কোন সম্ভাবনা নেই। তবে আমরা দেশ ও দেশের গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অতিদ্রুত একটি নির্বাচন প্রয়োজন। এছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তারা অনৈতিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। তাই তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে আন্দোলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়ার প্রস্তাব দেয়ার ব্যাপারে মির্জা আলমগীর বলেন, গত ১লা মার্চের রাজবাড়ীর জনসভার বক্তব্যে খালেদা জিয়া সরকারকে প্রস্তাব দিয়ে রেখেছেন। সংবাদ ব্রিফিংয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License