ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আদালতের স্থগিতাদেশের পরও
প্রার্থীদের বিরামহীন প্রচারণায় বিভ্রান্তিতে ভোটাররা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত; কিন্তু থেমে নেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। এতে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়েছেন।
প্রার্থীদের অভিযোগ, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতের বিষয়টি সম্পর্কে কাউকে অবহিত না করায় তারা পূর্ব নির্ধারিত ভোট গ্রহণের তারিখকে সামনে রেখেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন কমিশন ৬ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা, ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ মার্চ ভোটগ্রহণের তারিখ ধার্য্য করা হয়।
এই তফসিল অনুযায়ী চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয় ২৫ ফেব্রুয়ারি। এর সাথে সাথে প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
অন্যদিকে উচ্চ আদালত ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ৩ মাসের জন্যে স্থগিত ঘোষণা করলে ২৬ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নূরুল হক নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেন।
তবে স্থানীয় প্রশাসন নির্বাচন স্থগিতের বিষয়টি ব্যাপকভাবে প্রচার না করায় এবং প্রার্থীদের লিখিতভাবে অবহিত না করায় প্রার্থীরা পোস্টার সাঁটানো, মাইকিং, গণসংযোগ ও পথসভাসহ সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।
No comments:
Post a Comment