আমাদের সিলেট ডটকম :
আসন্ন তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলায় দলীয় একক প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের তিনজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিষ্কৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মজিবুর রহমান এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আতর আলী মিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য মো. আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলায় দলীয় একক প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর এই দুটি উপজেলায় বিদ্রোহী তিন প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান এই তথ্য নিশ্চিত করে জানান, বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানোর পরে কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
হবিগঞ্জ আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
Saturday, March 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment