জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে ব্রিটেনের নিউপোর্টে সমাবেশ

Tuesday, March 4, 2014

জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার


দ্রুত সম্পন্ন করার দাবিতে ব্রিটেনের নিউপোর্টে সমাবেশ


রকিব মনসুর, কার্ডিফ, ব্রিটেন : বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে জাস্টির ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউপোর্ট শহরের একটি রেস্টুরেন্টে সোমবার ৩ মার্চ এক সমাবেশের আয়োজন করা হয়। এতে কার্ডিফ, ব্রিস্টল, সোয়ানসি ও বার্মিংহাম থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।

জাস্টির ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার কনভেনার শাহ মো. শাফি কাদিরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি এম. এ রউফ ও জয়েন্ট সেক্রেটারি মো. রুহুল আমিনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাস্টির ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার মনসুর আহমদ মকিস বলেন, জামাত-শিবির ও জেএমবি একই সূত্রে গাঁথা। পুলিশকে হত্যা করে জঙ্গি ছিনিয়ে নেয়ার সাথে তাদের যোগসূত্র রয়েছে। জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাস্টির ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License