আমাদের সিলেট ডটকম:
সদর উপজেলায় বিএনপি’র একক প্রার্থী নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুলের সাথে মনোনয়ন প্রত্যাশীদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক হয়নি।আজ রাত ১০টায় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে নিজ বাসভবনের বৈঠকে মিলিত হবেন ভারপ্রাপ্ত মহাসচিব।
জানা গেছে, সিলেট সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহজামাল নুরুল হুদা, টুকের বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদ আহমদ ও সাবেক সিলেট শহর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে আজ বেলা ২টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বৈঠকের কথা ছিল। সে অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে উপস্থিত ছিলেন ঐ ৪ মনোনয়ন প্রত্যাশী। কিন্তু, বিএনপি মহাসচিবের অন্য একটি জরুরী সভা পড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত ঐ বৈঠক অনুষ্ঠিত হয়নি। ভারপ্রাপ্ত মহাসচিব রাত ১০টায় তার বাসায় ঐ ৪ প্রার্থীকে নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন।
ঢাকায় অবস্থানরত মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবুল কাহের শামীম ও শাহাজামাল নুরুল হুদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা দুজনেই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সদর উপজেলায় বিএনপিরর মনোনয়ন প্রত্যাশীদের সাথে মহাসচিবের বৈঠক রাতে
Sunday, March 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment