আমাদের সিলেট ডটকম:
জার্মানী বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন-বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জার্মানী আন-রিকভাবে সাহায্যের হাত প্রসারিত করেছে।
বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দ্বিতীয় বৃহত্তম রপ্তানীকারক দেশ হচ্ছে জার্মানী। বানিজ্যের পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুধবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতকালে জার্মানীর চার্জ দ্য এফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ভায়ার এসব কথা বলেন। নগরভবনে অনুষ্ঠিত সাক্ষাতকালে ড. ফার্দিনান্দ ভন ভায়ার আরও বলেন, জার্মান সরকার সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়নে দীর্ঘ কয়েক বছর থেকে কাজ করছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাত ছাড়াও অন্য সেক্টরের উন্নয়নেও জার্মান সরকার কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জার্মান সরকারের অর্থায়নে সিলেট সিটিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করায় ড. ফার্দিনান্দ ভন ভায়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র আরিফুল হক চৌধুরী বায়ু ও সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে বিদ্যুত প্ল্যান্ট তৈরী, বর্জ্যকে শক্তিতে রূপান-রিতকরণ প্রকল্পের জন্য জার্মান এক্সপার্টদের সহায়তা প্রত্যাশা করেন।
এসময় মেয়র সিলেট সিটির চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং প্রয়োজনীয়ক্ষেত্রে জার্মান সরকারের সহায়তা প্রত্যাশা করেন।
এসময় জার্মান প্রতিনিধি দলের সাথে আরও উপসি’ত ছিলেন ড. লিলি নিয়ামি, ইরিনি গারজন, লিসা স্টেইনসার, মিশাএলা মিশেল, জিআইজেড কো অর্ডিনেটর ড. আতিকুজ্জামান, কেএফডব্লু এর হাবিবুর রহমান। আরও উপসি’ত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিটি কর্পোরেশনের সচিব মমতাজ বেগম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান খান, প্রধান স্বাস’্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার।
এদিকে বুধবার রাতে জার্মান প্রতিনিধি দলের সম্মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোটেল রোজভিউতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জার্মান প্রতিনিধি দলকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জার্মানীর চার্জ দ্য এফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ভায়ার।
সিলেট সিটি মেয়রের সাথে জার্মান চার্জ দ্য এফেয়ার্সের সাক্ষাত: বাংলাদেশের সাথে জার্মানীর বন্ধুত্বপূর্ন সম্পর্ক অব্যাহত থাকবে
Wednesday, March 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment