আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতির ব্যবস্থাপনায় আনন্দঘন পরিবেশে ১ম মাহা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নগরীর সিলভার প্যালেস হোটেলে অনুষ্ঠিত ১ম মাহা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মানব চাট্টার্জ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সিলেট ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান আল-আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার সাবেক সভাপতি বদর্বদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন প্রমুখ।
তাইনুল ইসলাম আসলামের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ মামুন খান, কার্য নির্বাহী সদস্য আহবাব মোস্তফা খান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেছেন সিলেটের সাংবাদিকদের এক সুতোয় গেথে ক্রীড়ালেখক সমিতি যে টুর্নামেন্টের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এধরণের আয়োজনের ফলে সাংবাদিকরা পেশাগত কাজের ফাঁকে নির্মল বিনোদনের সুযোগ পাবেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুর্বতে সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্য হাসান মোহাম্মদ শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই খেলাধুলাকে সর্বাধিক গুর্বত্ব দিয়ে এর উন্নয়নে গুর্বত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী বাজেটে দেশের ক্রীড়া উন্নয়নে বড় বরাদ্দ থাকবে।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামকে বিশ্বের দর্শনীয় ভেন্যু উলেৱখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য যে ঘরের মাঠে বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছি আমরা। বিশ্বকাপ নিয়ে সিলেটে উন্মাদনা দেখে আমি অবিভূত। আগামীতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা দ্বিগুণ করে দর্শকদের ব্যাপক চাহিদা পূরণ করা হবে।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখা এবং স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিনের সেলিমের প্রশংসা করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়ালেখক সমিতি ও মাহার যৌথ সমন্বয়ে মিডিয়া কাপের মতো একটি টুর্নামেন্ট উপহার পেয়েছেন সাংবাদিকরা। আশা করছি ক্রীড়ালেখক সমিতি ও মাহার এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি ১ম মাহা মিডিয়া কাপ উপলক্ষে ক্রীড়ালেখক সমিতির উদ্যোগে প্রকাশিত স্বারক ম্যাগাজিন ডাঙগুলিরও ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মাত্র সাতমাসের মধ্যে একটি আন্তর্জাতিক ভেন্যু তৈরী করার চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। সিলেটবাসীর সহযোগিতায় এই অসাধ্য সাধন করে সিলেটের কোটি মানুষকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেয়া সম্ভব হয়েছে। মিডিয়া কাপকে সাংবাদিকদের বিশ্বকাপ উল্লেখ করে তিনি বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এরকম আয়োজন নিয়মিত দেখতে চায় সিলেটবাসী।
বিশেষ অতিথি মাহি উদ্দিন সেলিম বলেন, ক্রীড়া লেখক সমিতির এই উদ্যোগের কথা জেনেই আমি সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। মিডিয়া কাপ ক্রিকেটের পাশাপাশি ফুটবল আয়োজনেও আমার সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক মুকিত রহমানী, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক উত্তরপূর্ব’র সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স’, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাকি, বৈশাখী টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান শাহাব উদ্দিন শিহাব, এস.এ টিভির সিলেট বিভাগীয় প্রধান আব্দুল আলীম শাহ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, চ্যানেল নাইনের সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, বিডি নিউজ২৪ এর সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১ম মাহা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দৈনিক সবুজ সিলেট এবং রানার্সআপ দৈনিক প্রভাতবেলাকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। টুর্নামেন্টে ১৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরষ্কার লাভ করেন দৈনিক শ্যামল সিলেটের এ.এইচ আরিফ, সর্বোচ্চ উইকেট শিকারী চারজন হলেন- ইমজার মঈনুল হক বুলবুল, দৈনিক উত্তরপূবের্র মামুন খান, দৈনিক সবুজ সিলেটের এফএ মুন্না ও দৈনিক সিলেট সুরমার তাইনুল ইসলাম আসলাম। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন দৈনিক সবুজ সিলেটের মোস্তফিজ রোমান।
No comments:
Post a Comment