আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষ থেকে বিশ্বনাথের হতদরিদ্র ৫৬ জন শিশুকে ফ্রি খৎনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নতে খৎনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি মাস্টার ইমাদ উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক এমএ কুদ্দুছ চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বসির আহমদ, ব্যাংকার আইন উদ্দিন, মতিউর রহমান, প্রবাসী আব্দুর রব, ইউপি সদস্য আব্দুস সোবহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন সাহেদ আহমদ চৌধুরী, বুরহান উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, সংগঠক আশিকুর রহমান, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৫৬ পরিবারের শিশু কে বিশ্বনাথ এইউ ইউকের পক্ষ থেকে ফ্রি খৎনা দেয়া হয়। প্রত্যেক শিশু কে একটি করে লুঙ্গি, পাঞ্জাবী, টুপি ও যাবতীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।
বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে প্রেসক্লাবের ব্যবস্থাপনায় হতদরিদ্র ৫৬ শিশুকে ফ্রি খৎনা
Friday, March 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment