ফ্লাইট চালুর দাবীতে সংবাদ সম্মেলন: সিলেট-লন্ডন অভ্যন্তরীণ ফ্লাইট ১৭ মাস ধরে বন্ধ

Sunday, March 2, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট গত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। এ কারণে প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরাসরি সিলেটে পৌঁছে দিতে পারছেনা বিমান। তাদেরকে ঢাকায় ইমিগ্রেশন করে নিজস্ব ব্যবস্থায় সিলেট পৌছাতে হচ্ছে।

সিলেটের যাত্রীদের এই অসুবিধার কথা বিবেচনা করে এবং বিমানকে লোকসান থেকে বাঁচাতে হলে অবিলম্বে সিলেট-লন্ডন ফ্লাইটের সাথে কানেকটিং ডোমেস্টিক ফ্লাইট চালুর দাবী জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), সিলেট নেতৃবৃন্দ।

আজ দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আটাব নেতৃবৃন্দ জানান, বিমানের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এয়ারক্রাফট না থাকার অজুহাতে ২০১২ সালের সেপ্টেম্বরে হজ্ব মওসুমে সিলেট-ঢাকা অভ্যন্তরীন ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। কিন্তু, বন্ধ হয়ে যাওয়া বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট আজ অবধি চালুর পদক্ষেপ নেয়া হয়নি।

আটাব-এর সিলেট অঞ্চল সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, সিলেট অঞ্চলের যাত্রী নিয়েই বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের যাত্রা শুরু হয়েছিল। এখনো বিমানের যাত্রীদের শতকরা ৮০ ভাগ সিলেট অঞ্চলের।কিন্তু,এ অঞ্চলের যাত্রীদের প্রতি বিমান বিমাতাসুলভ আচরণ করছে। বিশেষ করে ট্রানজিটের যাত্রীরা থাকা খাওয়াসহ বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হচ্ছেন।

আটাব-সিলেট অঞ্চলের সাবেক সভাপতি এমদাদুল হক বেলাল জানান, ১৯৭৬ সালে সিলেট থেকে নিয়মিত চারটি অভ্যন্তরীন ফ্লাইট অপারেট হতো। তিনি জানান, আগে এখানকার যাত্রীরা সকালের ফ্লাইটে ঢাকায় গিয়ে প্রয়োজনীয় কাজ কর্ম সেরে বিকালের ফ্লাইটে সিলেটে ফিরে আসতেন। কিন্তু, সিলেটে এখন আগের সুবিধা নেই। অথচ বিমানের প্যাসেঞ্জার ফাউন্ডেশন সিলেটে।

আটাব সভাপতি আরো বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট বিমানের বৈষম্যের শিকার। এ ব্যাপারে সংশ্লিষ্টরা তড়িৎ পদক্ষেপ না নিলে তারা এ ব্যাপারে যে কোন কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

এদিকে, সিলেট-ঢাকা অভ্যন-রীন ফ্লাইট চালু এবং সিলেট-লন্ডন ও সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালুর দাবিতে আটাব-এর উদ্যোগে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আটাব-এর জিন্দাবাজার গ্যালারিয়া মার্কেটস্থ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আটাব-সভাপতি আব্দুল জব্বার জলিল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি এমদাদুল হক বেলাল ও খন্দকার সিপার আহমদ এবং আটাব সদস্য জহিরুল কবির চৌধুরী শীরু প্রমুখ উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License