আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর হাফিজ নজমুল ইসলাম বলেছেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোটাধিকারের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে, তাদের সেই আমানত রক্ষা করতে আমি সর্বশক্তি নিয়োগ করব। গোলাপগঞ্জ একটি অগ্রসরমান উপজেলা ও ঐতিহ্যবাহী জনপদ। এ জনপদের মানুষ যে স্বপ্ন দেখে, তার বাস্তবায়ন করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। বিগত উপজেলা নির্বাচনে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসার প্রতিদান আমি কর্মের মাধ্যমে দিতে চাই। এতে সকল মহলেল সহযোগীতা আন্তরিক ভাবে কামনা করছি।
তিনি বৃহস্পতিবার নির্বাচনোত্তর দায়িত্বশীল সমাবেশে বক্তব্যে এ কথাগুলো বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ও পৌর জামায়াতের আমীর সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জিন্নুর আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী, মহানগর জামায়াতের এ্যসিসটেন্ট সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী আব্দুল বাছিত, বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা জমির উদ্দিন, শাহেদ আহমদ চৌধুরী, আমীরুল মুমিন আলমগীর, সমুজ আলী, আব্দুল লতিফ, সেলিম আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জবাসীর ভালোবাসার প্রতিদান কর্মের মাধ্যমে দিতে চাই – হাফিজ নজমুল ইসলাম
Thursday, March 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment