আমাদের সিলেট ডটকম:
ব্রিটেন লেবার পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে ১৯ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির মতবিনিময় সভা আজ (রোববার) বেলা সাড়ে ১২টায় সিলেট সোবহানীঘাটস্থ সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান টেলি- কনফারেন্সের মাধ্যমে ব্রিটেন লেবার পার্টির প্রতিনিধিদের স্বাগত জানিয়ে দলীয় কর্মকান্ড, দেশের বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট, মানবাধিকার লঙ্ঘন,আইন শৃংখলার অবনতি ও ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের চিত্র তুলে ধরেন। ডাঃ মোস্তাফিজ বৃটেন লেবার পার্টির নেতা এড মিলিবেন্ড এর গতিশীল নেতৃত্বের প্রসংশা করে বলেন, যুক্তরাজ্যের জনগন ও প্রবাসী বাংলাদেশীদের আস্থা উন্নয়ন অগ্রগতির প্রতীক লেবার পার্টি। কেননা টনি ব্লেয়ার প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের উন্নায়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের গনতন্ত্র পূনঃপ্রতিষ্ঠায় লেবার পার্টিসহ যুক্তরাজ্য সরকারের সহযোগীতা কামনা করেন।
বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাহাবুবুর রহমান খালেদের সভাপতিত্বে বৈঠকে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- ব্রিটিশ লেবার নেতা ,নর্দান পটন সেক্রেটারী জুয়ে স্মীথ, মহিলা কর্মকর্তা রোপিয়া আশরাফ, পলিটিক্যাল এ্যাসিসট্যান্ড গ্রুপ লিডার ব্যন্ড ওয়েশন, কমিউনিটি এ্যাকটিভিট এ্যান্ড স্টুডেন্ট সারা ফেরদৌস, ব্রিটেন ভিত্তিক এনজিও আপা স্বাস্থের কান্ট্রি সিনিয়র কনসার্লটেন্ড প্যানেলটি মাওসন, টেনিং অফিসার জাকির হোসেন পারভেজ, জাষ্টিস অফ পীস জুবের মিয়া, নর্দান পটন সিটির কাউন্সিলর প্রার্থী ও ব্রিটিস লেবার পার্টির সেন্ট্রাল মেম্বার এনাম আহমেদ। এ সময় সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী, লেবার পার্টির নগর সাধারন সম্পাদক আবদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক ফখরুদ্দীন আহমেদ,আখলাকুর রহমান জুনায়েদ, শফি মোহাম্মদ, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিটেন লেবার পার্টির প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক অনুষ্ঠিত
Sunday, March 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment