সিলেট সিটি মেয়রের সাথে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাত :
বাংলাদেশের সাথে জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ভায়ার বলেছেন, জার্মানি বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জার্মানি আন্তরিকভাবে সাহায্যের হাত প্রসারিত করেছে।
বুধবার ৫ মার্চ নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।
জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জার্মান। বাণিজ্যের পাশাপাশি দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, জার্মান সরকার সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়নে দীর্ঘ কয়েক বছর থেকে কাজ করছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাত ছাড়াও অন্য সেক্টরের উন্নয়নেও জার্মান সরকার কাজ করবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জার্মান সরকারের অর্থায়নে সিলেট মহানগরীতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করায় ড. ফার্দিনান্দ ভন ভায়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No comments:
Post a Comment