আমাদের সিলেট ডটকম
সিলেট সদর ও কানাইঘাট উপজেলা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ১০ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সিলেট সদর উপজেলায় বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি পৰ থেকে দলের কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়ে গেলেন সদ্য বিলুপ্ত সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নুরুল হুদা।
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহার-কারীরা হলেন- চেয়ারম্যান পদে শেখ মো. ইউসুফ শাহ, আব্দুর রাজ্জাক এবং শহীদ আহমদ।
এছাড়া, সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন দেলোয়ার হোসেন।
এদিকে, কানাইঘাট উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহার-কারীরা হলেন চেয়ারম্যান পদে মামুনুর রশিদ, সিরাজুল ইসলাম, মোস্তাক আহমদ পলাশ, লোকমান হোসেন এবং এমাদ উদ্দিন মানিক।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন অরুন চন্দ্র নাথ।
উপজেলা নির্বাচন-২০১৪: সিলেট সদর ও কানাইঘাটে ১০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
Thursday, March 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment