বানিয়াচং-মার্কুলী সড়কে গণডাকাতি ॥ ডাকাতদের হামলায় অর্ধশত আহত ॥ যাত্রীদের সর্বস্ব লুট

Monday, March 3, 2014

বানিয়াচং-মার্কুলী সড়কে গণডাকাতি ॥ ডাকাতদের


হামলায় অর্ধশত আহত ॥ যাত্রীদের সর্বস্ব লুট


বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং-মার্কুলী সড়কে গণডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় পথচারী, ৩টি ট্রলি ও ১টি জিপের চালক, সহকারী ও শ্রমিক মিলিয়ে কমবেশি ৫০ জন আহত হয়েছে। ডাকাতরা সবার নিকট থেকে সবকিছু নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে বানিয়াচং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন জুসেফ, উবায়দুল, রুবেল, উস্তার, টিটো, রুবেল ও তৌহিদুর।

আহতরা জানান, মার্কুলী থেকে বানিয়াচং আসার পথে রবিবার ২ মার্চ দিনগত রাত ৮টার দিকে সুটকী সেতুর কাছে ২০/২৫ জনের ডাকাত দল রামদা, ফিকল ও টেটাসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র নিয়ে উবায়দুল, জুসেফ ও টিটোর ৩টি ট্রলি আটক করে তাদেরকে ও তাদের সহকারী ও শ্রমিকদের মারধোর করে সর্বস্ব লুটে নেয়।

এ সময় মার্কুলী থেকে বানিয়াচং আসার পথে সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের মোতাব্বির মিয়ার মালিকানাধীন জিপের চালক তৌহিদ ও সহকারী রুবেলকে আটকে ডাকাতরা তাদেরকে মারধোর ও গাড়ি ভাংচুর করে সর্বস্ব লুটে নেয়।

পরে ডাকাতরা আরো ৩০/৪০জন পথচারীকে আটকে ও মারধোর করে সর্বস্ব লুটে নিয়ে তাদেরকে বেঁধে রাখে। মাকুর্লীসহ বিভিন্ন গ্রামের এসব পথচারী গাড়ি না পেয়ে হবিগঞ্জে মাহবুব রাজার ওরসে যাওয়ার জন্য হেঁটে রওয়ানা দিয়েছিলেন।

ডাকাতরা নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ অন্তত ৪০/৫০টি মোবাইল ফোনসেট নিয়ে যায় বলে আহতদের কাছ থেকে জানা যায়।

ডাকাতির খবর পেয়ে বানিয়াচং থানা থেকে একদল পুলিশ ও জিপ মালিক সমিতির অফিস থেকে দুই জিপ ভর্তি লোক ঘটনাস্থলে গিয়ে বাঁশিতে ফুক শুরু করলে ডাকাতরা হাওরের দিকে পালিয়ে যায়।

পুলিশ ও জিপ সমিতির লোকজন আহতদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ওই স্থানে প্রতিবছরই ডাকাতি-গণডাকাতি হয়ে থাকে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License