আমাদের সিলেট ডটকম:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাঙালীর দীর্ঘদিনের অর্জন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও অর্জনে উদ্যম আর শক্তির সঞ্চার করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মাচের্র ভাষণ। এ ভাষণ বিশ্বের ইতিহাসে অনন্য ও অদ্বিতীয় ভাষণ।
বক্তারা আরো বলেন, এদেশের স্বাধীনতা বিরোধীরা আজও সক্রিয় রয়েছে, তারা এদেশকে পাকিস-ান বানানোর চেষ্টায় লিপ্ত। বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত আর স্বপ্নের সোনার বাংলা গঠনে এবং দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আ.ন.ম শফিকুল হক, আশফাক আহমদ, কয়েস গাজী, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মঈনুল ইসলাম, এডভোকেট খোকন কুমার দত্ত, তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, দিবাকর ধর রাম, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, এডভোকেট বদর্বল ইসলাম জাহাঙ্গীর, সামছুন্নাহার মিনু, এডভোকেট আজমল আলী, আব্দুল মুমিন চৌধুরী, এম এ সালাম, বোরহান উদ্দিন, এডভোকেট আনোয়ার, শাহ নিজাম উদ্দিন, কয়েস চৌধুরী, মকসুদ আহমদ, যুবলীগ নেতা খন্দকার মহসিন কামরান, প্রভাষক আবু তাহের, এডভোকেট জুয়েল আহমদ, আসাদুজ্জামান আসাদ, আব্দুল মতিন, সাদিুকর রহমান সাদিক, রেজাউল ইসলাম রেজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুস সালাম রিজভী, এনায়েতুল বারী মুর্শেদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জেলা পরিষদ প্রাঙ্গণে স’াপিত বঙ্গবন্ধুর অস’ায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আ’লীগের আলোচনা সভায় বক্তারা – বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে অনন্য ও অদ্বিতীয়
Friday, March 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment