আমাদের সিলেট ডটকম:
সিলেট সদর উপজেলা নির্বাচন নিয়ে ধুম্রজাল কাটছেনা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, আবুল কাহের শামীম-ই সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী। তবে, কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কোন স্পষ্ট ঘোষনা না পাওয়ায় প্রার্থীতা প্রত্যাহার না করার ব্যাপারে অনড় অবস্থানে আছেন সদ্য বিলুপ্ত সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজামাল নুরুল হুদা।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির ৪ নেতা মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একই কমিটির সহ সভাপতি ও টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ এবং সাবেক সিলেট শহর বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা সভাপতি আব্দুর রাজ্জাক।
জানা গেছে, সিলেট সদর উপজেলা নির্বাচনে একক প্রার্থী নির্ধারণের লৰ্যে এই ৪ প্রার্থীকে গত সোমবার ঢাকায় ডেকে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এই ৪ জনের আলাদা আলাদা সাৰাৎকার গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। এ সময় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী বীরবিক্রমও উপস্থিত ছিলেন। কিন্তু ঐ বৈঠকে কোন সিদ্ধান্ত আসেনি একক প্রার্থীরা বিষয়ে। ফলে, রাতে নেতারা আবারো বৈঠকে মিলিত হন। দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কথা বলেন, শুধুমাত্র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীমের সাথে। অন্য ৩ প্রার্থীকে সেখানে ডাকা হয়নি। ঐ বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম উপস্থিত ছিলেন। ঐ বৈঠক শেষে রাতেই বিএনপি মহাসচিব সিলেট সদর উপজেলা নির্বাচনে আবুল কাহের শামীমকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। বৈঠকের পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোন মন্তব্য পাওয়া না গেলেও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম নিশ্চিত করেন আবুল কাহের শামীমকে সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব।
কিন্তু, দলের সমর্থন প্রত্যাশী শাহজামাল নুরুল হুদা রাতে দাবী করেন,বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণার বিষয়টি জানানো হয়নি তাকে। ফলে, তিনি দলের সমর্থন লাভে আশাবাদী। তার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য সোমবার রাতে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফারের সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন, একক প্রার্থীর বিষয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্পষ্ট কোন ঘোষণা দেয়া হয়নি।
এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্যের কারণে গত দুদিন ধরে ধুম্রজাল বিরাজ করছে সিলেটের বিএনপি নেতাকর্মী ও সদর উপজেলার নেতাকর্মীদের মাঝে।
সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী কে- এ বিষয়ে জানার জন্য আজ বুধবার বিকেলে ডা. সাখাওয়াত হোসেন জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের সিলেট ডটকমের প্রতিবেদককে বলেন, সোমবার রাতের বৈঠকেই বিএনপির একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীমকে সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থন দেয়া হয়েছে। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আলাপ-ক্রমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানান ডা. জীবন।
বিষয়টি আরো স্পষ্ট করার জন্য বিএনপির কেন্দ্রীয় দফতরে সিলেট বিভাগ মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ তেনজিংয়ের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আমাদের সিলেট ডটকমের প্রতিবেদককে বলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তাকে জানিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত একক প্রার্থী হিসেবে আবুল কাহের শামীমকে মনোনীত করা হয়েছে। তিনি বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়া বা পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে বা চিঠির মাধ্যমে অবহিত করার সুযোগ না থাকায় এ বিষয়ে লিখিত কোন নির্দেশনা দেয়া যাচ্ছেনা। তবে, ভারপ্রাপ্ত মহাসচিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আবুল কাহের শামীম-ই সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী।
এদিকে, কেন্দ্রের এ সব বক্তব্য আমলে নিচ্ছেন না সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহজামাল নুরুল হুদা। তিনি এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, সিলেট সদর উপজেলার ব্যাপারে দলের পৰ থেকে কোন স্পষ্ট ঘোষণা দেয়া হয়নি। সিদ্ধান্তের ব্যাপারে তাকে কোন কিছু অবহিতও করা হয়নি কেন্দ্রের পৰ থেকে। ফলে, তিনি ভোটের মাঠে থাকার ব্যাপারে বদ্ধপরিকর। তিনি জানান, সদর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আজ বুধবার বৈঠক করবেন। নেতাকর্মীদের সাথে আলাপ-ক্রমে তিনি পরবর্তী পদৰেপ নেবেন বলে জানান শাহজামাল নুরুল হুদা।
মাঠে থাকবেন নুরুল হুদা, সদর উপজেলাতে শামীম-ই বিএনপির একক প্রার্থী
Wednesday, March 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment