আমাদের সিলেট ডকটম:
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বিএনপি নেতা ফালাকুজ্জামান জগলু বলেছেন আমরা একে অপরের সাথে আঞ্চলিক ও সামাজিক বন্ধনে আবদ্ধ।স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের বদলে উক্ত সর্ম্পকগুলোই একজন প্রার্থীর মুল সম্বল হয়ে দাড়ায়। তিনি বলেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমদ চশমা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সে জীবনে কোন দিন টেন্ডারবাজি কিংবা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত ছিলোনা। সততা ও নিষ্টার সাথে রাজনীতি করে দক্ষিণ সুরমাবাসীর জন্যে অনেক সুনাম বয়ে এনেছে। আমার বিশ্বাস আগামীতেও তা অব্যাহত থাকবে। তাই এ রকম একজন প্রার্থীকে বিজয়ী করতে তিনি উপজেলাবাসীর কাছে অনুরোধ জানান।
তিনি রোববার রাতে দক্ষিণ সুরমার সিলাম তেলিপাড়াস্থ আলফু মিয়া মেম্বারের বাড়িতে ইউনিয়নের ৩ ও ৭ নং ওয়ার্ডবাসী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলামের প্রবীন মুরব্বী মোঃ আজির উদ্দিনের সভাপতিত্ত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমদ, এলাকার মুরব্বী মকবুল হোসেন চৌধুরী, শ্রমিকনেতা সিরাজ মিয়া নছির, জিলাল খান, হাজী সমশের আলী, হাজী মোঃ আজির উদ্দিন, হাজী মোঃ মাহমদ আলী, মোঃ দুদু মিয়া, আফতাব মিয়া, মোঃ মশাহিদ আলী, সফিক মিয়া,মোঃ আব্দুল মন্নান, তেরা মিয়া, আব্দুর রহমান, মোঃ মকন মিয়া, গনি মিয়া, তারেক মিয়া, সনছর আলী, কয়েস আহমদ, জোবায়ের আহমদ, হীরা জোয়ারদার, ফয়জুর রহমান, খালেদ আহমদ রাসেল, জুনেদ আহমদ, তারেক আলী প্রমূখ। সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমদ বলেন আমার কোন দূরবিসন্ধি নেই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে পৃথিবী থেকে চলে যেতে চাই। তাই সকলের সন-্বান ও ভাই হিসেবে চশমা মার্কায় ভোট দিয়ে উপজেলাবাসীর খেদমত করার সুযোগ দিন।
সৎ ও যুগ্য প্রার্থী হিসেবে লোকমান আহমদকে চশমা মার্কায় ভোট দিন -ফালাকুজ্জামান জগলু
Monday, March 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment