শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁও শাখার তাফসীর মাহফিল: কুরআনের শিক্ষা প্রয়োগের মাধ্যমে পরকালিন মুক্তি ও ইহকালিন সাফল্য অর্জন সম্ভব

Friday, March 7, 2014

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিারে কুরআন ও বিশিষ্ট টিভি ভাষ্যকার হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালী বলেছেন, আলকুরআনকে শুধু অধ্যয়ন নয় মানবজীবনে কুরআনের শিৰা প্রয়োগের মাধ্যমে পরকালিন মুক্তি ও ইহকালিন সাফল্য অর্জন সম্ভব। কুরআন-এর শিৰা ব্যাতিরেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জীবনের সকল ৰেত্রে কুরআন ও হাদীস চর্চার মাধ্যমে এর আলোকে ইসলামী সমাজ বিনির্মানের জন্য মুসলমানদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এৰেত্রে বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে আধুনিক শিৰার সমন্বয়ে পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আলোকবর্তিকা হয়ে কাজ করছে। হযরত শাহজালাল ও শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পূন্যভুমি সিলেট শহরতলীতে প্রতিষ্ঠিত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরের গাঁও শাখা একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি গতকাল শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরের গাঁও শাখার ঐতিহাসিক তাফসীর্বল কুরআন মাহফিলে প্রধান অতিথির আলোচনায় একথা বলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান ও অধ্যৰ মাওলানা লুৎফুর রহমান এর সভাপতিত্বে এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরের গাঁও শাখার ইনচার্জ হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও মাওলানা মাুসক আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছির হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী। তাফসীর পেশ করেন হযরত মাওলানা রেজওয়ানুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা মুতিউর রহমান প্রমূখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License