সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করার আশ্বাস অর্থ প্রতিমন্ত্রীর

Thursday, March 6, 2014

আমাদের সিলেট ডটকম:

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন- বর্তমান সরকারের আমলেই সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নিত হবে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্টরা এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এছাড়া সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কের কাজও এগিয়ে চলছে। ওই সড়কের মাত্র ৮ কিলোমিটার রাস্তার কাজ বাকি রয়েছে। এ কাজ সম্পন্ন হলেই হাওরপাড়ের মানুষ দ্রুততম সময়ে ঢাকায় যেতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাগেইটস্থ ধর মিলনায়তনে আরটিভি দর্শক ফোরামের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে একটি মাত্র কোম্পানির মাধ্যমে মোবাইল ফোন সেবাকে কুক্ষিগত করে রেখেছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসে মোবাইল ফোনকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেন। ওই সময় আওয়ামী লীগ সরকার বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুমোদন দেয়। এই ধারা এখনো অব্যাহত আছে।

এমএ মান্নান বলেন, এদেশের সাধারণ মানুষ আইনের শাসন চায়। মানুষ জালাও, পোড়াও, সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। বর্তমানর সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

দর্শক ফোরামের সভাপতি ড. আর কে ধরের সভাপতিত্বে ও এনামুল হক মিলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিভি’র মানব সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম, মানবাধিকার সংগঠক আসাদুজ্জামান, আরটিভি সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক র্বনু, সমাজকর্মী মনোরঞ্জন তালুকার প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License