আমাদের সিলেট ডটকম:
জকিগঞ্জ উপজেলার আমলশীদ সীমান্ত এলাকা থেকে গতকাল শনিবার সকাল ৯ টায় ৩ শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। আটক সাহাব উদ্দিন সাজু (২০) একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভক্তিপুর (সহিদাবাদ) গ্রামের আব্দুছ ছালামের পুত্র। ভিকটিম শিশুরা হচ্ছে উপজেলার পিল্লাকান্দি গ্রামের আব্দুন ছবুরের মেয়ে হালিমা আক্তার (৯), আমলসীদ গ্রামের মোছাদ্দের আলীর পুত্র মাহবুবুর রহমান (৯) এবং শরীফগঞ্জ গ্রামের আজির উদ্দিনের মেয়ে শারমিন আক্তার (৮)। এরা সবাই স’ানীয় প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। শিশুরা স্থানীয় শাহশরীফ মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পাচারকারীর কবলে পড়ে বলে জানা যায়।
বিজিবির ৪১ ব্যাটেলিয়ানের আমলশীদ সীমান-ফাঁড়ির কমান্ডার সিরাজুল ইসলাম জানান-গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় আমলসীদ ক্যাম্পের পেট্রল কমান্ডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি টহলদল শনিবার সকাল ৯ টায় আমলশীদ সীমান্ত এলাকা থেকে পাচারকারীকে আটক করে। এসময় ভারতে পাচারের প্রস’তিকালে ৩ শিশুকেও উদ্ধার করে বিজিবি থানা পুলিশের হাতে সোপর্দ করে। উদ্ধারকৃত শিশু হালিমার বাবা আব্দুস ছবুর সাংবাদিকদের জানান-পাচারকারী আমার মেয়ের মুখ চেপে ধরলে চিৎকার শুনে আরো দু’টি শিশু আসার পর তাদেরকেও ধরার চেষ্টা করে। এর পরই স’ানীয়রা এসে পাচারকারীকে ব্যারিকেড দিয়ে রাখে। একই সময়ে বিজিবি টহল দলকে অবহিত করলে তারা তাকে আটক করে। আটক সাজুর মা হুছনা বেগম জানান-আমার ছেলে পাচারকারি নয়। সে নির্দোষ এবং স্থানীয় ষড়যন্ত্রের শিকার বলে তিনি জানান। এঘটনায় বিজিবি বাদি হয়ে শিশু পাচার আইনে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান বিজিবির অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে তদনে- আসল বিষয় বেরিয়ে আসবে।
জকিগঞ্জে শিশু পাচারকারী সন্দেহে যুবক আটক
Saturday, March 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment