আমাদের সিলেট ডটকম : সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণের ব্যাপারে মহাসচিবের বৈঠক থেকেও কোন সিদ্ধান্ত আসেনি। আজ সোমবার এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আলাপক্রমে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাস ভবনে গত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত সিলেট সদর উপজেলা নির্বাচনে দলের সমর্থন প্রত্যাশী ৪ নেতার সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সভাপতি এমএ হক, সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী উপস্থিত ছিলেন।
এ সময় মীর্জা ফখরুল একে একে আলাদা বৈঠক করেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাহের শামীম, শাহ জামাল নুরুল হুদা, শহিদ আহমদ ও আব্দুর রাজ্জাকের সাথে। বিএনপি মহাসচিব তাদের সকলের কাছেই দলীয়ভাবে নিজেদের অবস্থান ও ভোটের মাঠে নিজেদের কার্যক্রম, বিগত দিনের আন্দোলন সংগ্রামে নিজেদের অবস্থান সম্পর্কে জানতে চান।
সদর উপজেলা নির্বাচনের প্রার্থী নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত আসেনি বিএনপি মহাসচিবের বৈঠকেও
Sunday, March 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment