আমাদের সিলেট ডটকম:
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, কোরআন ও হাদীসের শিক্ষাই মানব জাতির শানি- ও মুক্তির একমাত্র পথ। মানব রচিত মতবাদ বিশ্বের কোন দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। শান্তি ও মানবতার ধর্ম ইসলাম সব সময়ই সব জাতির কল্যাণে নিবেদিত ছিল। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় ইসলাম সর্বকালেই সেরা। আর ইসলাম ধর্মের মাধ্যমেই কোরআন ও হাদিসের সন্ধান পাওয়া যায়। যার মাধ্যমে ইহ এবং পরকালীন মুক্তির পথ সুগম হয়।
তিনি শুক্রবার রাতে সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে খাদিমুল কুরআন পরিষদ সিলেট এর উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মাওলানা হোসাইন আহমদ বারকুটী, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মুশাহিদ আলী ও পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জীর সভাপতিত্বে মাহফিলে তাফসির পেশ করেন, আলৱামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মোস্তাক আহমদ মোজাহিদী, মাওলান মুফতী আবুল কালাম জাকারিয়া। এ সময় উপসি’ত ছিলেন মাওলানা আবুল হাসান ফয়সল, দরগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজ আসজদ, মাওলানা গাজী রহমত উলৱাহ, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল হান্নান তাজপুরী, মাওলানা আছলাম রহমানী, মাওলানা নিয়ামত উলৱাহ খাসদবিরী, হাফিজ রইছ উদ্দিন আহমদ, মাওলানা হাফিজ এমদাদ উলৱাহ, মাওলানা সৈয়দ তাফাজ্জুল আলী, মাওলানা রুহুল আমীন নগরী, কবির আহমদ, মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, মাওলানা রেজাউল করিম কাসেমী, মাওলানা হাসান আহমদ, লেখক হাফিজ শাহিদ হাতেমী, সমাজকর্মী মুহাম্মদ মুজিবুর রহমান নানু মিয়া প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন মাওলান আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী ও মাওলানা আবুল হাসান ফয়সল।
খাদিমুল কুরআন পরিষদের তাফসির: কোরআন ও হাদীসের শিক্ষাই মানব জাতির শান্তিও মুক্তির পথ – মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী
Friday, March 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment