আমাদের সিলেট ডটকম:
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রোববার সিলেট বিভাগের ৬ উপজেলায় পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
৬ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১১২ জন প্রার্থী মনোনয়নপত্র পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রার্থী রয়েছেন।
রোববার ছিল সিলেট বিভাগের ১১ টি উপজেলায় পঞ্চম দফা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। জেলা ও উপজেলা নির্বাচন অফিস সমূহে সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আগামী ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা, মৌলভীবাজার বানিয়াচং উপজেলা। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৫ মার্চ। প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
বিয়ানীবাজার উপজেলা :বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, ভাইস চেয়ারম্যান ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান (আওয়ামী লীগ), জাকির হোসেন (আওয়ামীলীগ), শামীম আহমদ (আওয়ামী লীগ), আব্দুল বারী (আওয়ামী লীগ), মো.জামাল হোসেন (আওয়ামী লীগ), আবুল কাশেম পল্লব (আওয়ামী লীগ), কামরুল হাসান চৌধুরী শাহিন (বিএনপি), আব্দুল মান্নান (বিএনপি), মাওলানা ফয়জুল ইসলাম (জামায়াত), মাওলানা মোস্তফা উদ্দিন (জামায়াত), যুক্তরাষ্ট্র প্রবাসী খসরুল হক, আখতার হোসেন খান জাহেদ ।
ভাইস চেয়ারম্যান পদে শামীম আহমদ, আবুল হোসেন খসরু, এবাদ আহমদ, আলমগীর হোসেন রুনু, ফয়ছল আহমদ, ছিদ্দিক আহমদ, মিছবাহ উদ্দিন, বাবুল হোসেন, আব্দুল করিম তাজুল, গিয়াস উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, জবলু আহমদ, ফরিদ আহমদ, হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রুমা চক্রবর্তী, সুন্দরী বেগম, মিসেস রোকসানা বেগম, সুহেদা আক্তার, সালমা আক্তার মুন্নী।
জুড়ী উপজেলা : জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মুমিত আসুক ( আওয়ামীলীগ), আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিটু (বিএনপি), আছাদ উদ্দিন বটল (বিএনপি), সাংবাদিক মো. তাজুল ইসলাম ও ব্যবসায়ী মোস্তফা কামাল।
ভাইস চেয়ারম্যান পদে ৯ জনের মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা হাজী মুজিবুর রহমান, মাওলানা আব্দুস শহিদ, কিশোর রায় চৌধুরী মনি, রামাকান্ত গোয়ালা, মাওলানা আব্দুর রহমান, কবির আহমদ, আব্দুল আজিজ, সুরমান আহমদ চৌধুরী, মাওলানা সাহেদুল ইসলাম চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, রঞ্জিতা শর্মা , হুসনে আরা বেগম।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. রফিকুল ইসলাম তালুকদার (আওয়ামীলীগ), দিলীপ কুমার বর্মন (আওয়ামী লীগ), মোহাম্মদ হারুনুর রশিদ (বিএনপি), জহিরুল ইসলাম (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন- মোহাম্মদ নুরুল আলম, সুলোমান তালুকদার, এডভোকেট আবুল বাশার, শহিদুল ইসলাম, আবুল হাসনাত মো. ফখর উদ্দিন, মোহাম্মদ মোস্তফা কামাল, মো. ফজলুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাহফুজা আক্তার মিয়া, গীতা রানী তালুকদার, মোছাঃ মদিনা আক্তার, মোছাম্মৎ আয়েশা আক্তার।
বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মোট ভোটার হচ্ছেন ৮৬ হাজার ১শ’ ২৫ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৪শ’ ৭৬ জন, মহিলা ৪৩ হাজার ৬ শ’ ৪৯ জন।
তাহিরপুর উপজেলা : তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবুল হোসেন খা (আওয়ামীলীগ), জালাল উদ্দিন (আওয়ামীলীগ), আলী মর্তুজা (আওয়ামীলীগ), রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (আওয়ামীলীগ), আব্দুল হেকিম (আওয়ামীলীগ)। আনিসুল হক (বিএনপি), কামরুজ্জামান কামরুল (বিএনপি), রাখাব উদ্দিন (বিএনপি), আবুল কাসেম (বিএনপি)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ফেরদৌস আলম, ফেরদৌস আলম আখঞ্জী, হাজী লিয়াকত মিয়া, রতন মিয়া, মাওলানা মোহাম্মদ সালেহ আহমদ, এডভোকেট প্রবীর রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আছিয়া আফিন্দি, সাহেদা আক্তার, নাসিমা আক্তার লিপি, হেনা আক্তার খালেদা বেগম।
বানিয়াচং উপজেলা : হবিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১২ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. আকাদ্দস হোসেন তালুকদার (বিএনপি), আমীর হোসেন (আওয়ামী লীগ), মো. আবুল কাসেম চৌধুরী (আওয়ামীলীগ), মো.ইকবাল হোসেন খান (আওয়ামী লীগ), হুমায়ুন কবির রেজা (আওয়ামী লীগ), মো.আব্দাল হোসেন খান (জমিয়ত), মো. ছাদিকুর মিয়া তালুকদার (স্বতন্ত্র), শেখ বশির আহমদ (বিএনপি), মো. নুরুল আমীন চৌধুরী (বিএনপি), শাহ আহাদুর রহমান (খেলাফত মজলিস)।
ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থীরা হলেন- মো. ফারুক আহমদ, মো. ইকবাল বাহার খান, মো. আহাদ মিয়া, মো. এহতেশামুল হক, স্মৃতি চেটার্জী কাজল, প্রিয়তুষ রঞ্জন দেব, মহিত মিয়া, হাজি শেখ ফরিদ আহমদ, আব্দুল জলিল ইউসুফী, ফরহাদ হোসেন বকুল, নিলেশ দাস, শেখ মো. ইব্রাহীম খলিল।
ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থীরা হলেন- মোছাম্মৎ ফেরদৌস আক্তার ঠাকুর, জাহেনারা আক্তার, মোছাম্মৎ জেছমিন চৌধুরী, মোছাম্মৎ বেলী ইসলাম।
No comments:
Post a Comment