কানাইঘাটে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে ইউপি চেয়ারম্যান ও বিজিবি কমান্ডারের তদবীর

Saturday, March 8, 2014

আমাদের সিলেট ডটকম:

গত শুক্রবার গভীর রাতে কানাইঘাট থানা পুলিশের হাতে ৪৮ বোতাল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীকে গতকাল থানা থেকে ছাড়িয়ে নিতে এক ইউপি চেয়ারম্যান ও বিজিবির কম্পানী কমান্ডারের তদবীরের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্তরক্ষী বিজিবি জওয়ানদের যেখানে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের দমনের কথা সেখানে পুলিশের হাতে গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে তাদের নিজস্ব সোর্স দাবী করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তৎপরতায় পুলিশ প্রশাসন চরম বিব্রতবোধ অবস্থায় পড়ে। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই শামসুল ও এস.আই মস-ফার নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির গোরকপুর গ্রামের আব্দুল মতিন (৪৫) কে তার বসত ঘর থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে আটকের পর গতকাল শনিবার সকাল ১০টায় থানায় এসে হাজির হন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী ও সুরাইঘাট বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েক সুবেদার নুর আখতার। ফারুক চেয়ারম্যান চিহ্নিত সেই মাদক ব্যবসায়ীকে নির্দোশ দাবী করে থানা থেকে ছেড়ে দিতে পুলিশকে চাপ প্রয়োগ করেন। বিজিবির ঐ কর্মকর্তা পুলিশকে জানান, ধৃত আব্দুল মতিন তাদের সোর্স। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য কে বা কারা তার ঘরে উল্লেখিত মদের বোতল রেখেছিল। তাদের এমন বক্তব্যে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী চরম বিব্রতকর অবস্থায় পড়েন। কিন্তু স্থানীয় লোকজনের অভিযোগ, আব্দুল মতিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। সে বিজিবির সোর্স পরিচয় দিয়ে দাপটের সাথে মাদকের ব্যবসা করে আসছে। জনপ্রতিনিধি, বিজিবি ক্যাম্পের কমান্ডার এবং স’ানীয় লোকজনের পরষ্পর বিরোধী বক্তব্যের একপর্যায়ে থানায় অন্য একটি অনুষ্ঠানের জন্য এসে হাজির হন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান। তিনি ধৃত আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে। উদ্ধারকৃত ৪৮ বোতল অফিসার চয়েস মদ তার নিজের বলে জবানবন্ধি দেয়। সে আরো জানায়, উদ্ধারকৃত মাদক বিভিন্ন স’ানে বিক্রির উদ্দেশ্যে তার ঘরে মজুদ করে রেখেছিল। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আব্দুল মতিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। থানার মামলা নং- (০৭), তাং- ৮-৩-১৪ইং।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License