আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতীষ্ঠ হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা রহিমা বেগম। পুলিশ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের রায়ের পর তাকে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও মাদকাসক্ত ছেলের পরিবারের লোকজন জানান, ঘোষগাঁও গ্রামের প্রয়াত ছোরাব উল্যার ছেলে শুকুর আলী হেরোইনে আসক্ত হয়ে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন। বুধবার রাতে তাকে পুলিশের হাতে তুলে দেন হেরোইন আসক্ত ছেলেটির মা রহিমা বেগম।
রহিমা বেগম জানান, হেরোইনের টাকার জন্য চুরি ছিনতাই এমনকি পরিবারের লোকজনকে মারধর করেতো। তাই অতিষ্ঠ হয়ে প্রতিবেশীদের সহায়তায় মাদকসহ পুলিশে সোর্পদ করেছি। তিনি জানান, গত এক বছর ধরে সে হেরোইনে আসক্ত হয়ে আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এর আগে সে আয় রোজগার করে সংসার চালাতো।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়ে ছেলেটির মা প্রশংসনীয় কাজ করেছেন। আমরা গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে সোর্পদ করি।
জগন্নাথপুর উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হার্বণ অর রশীদ জানান, ছেলেটিকে ছয় মাসের কারদন্ড প্রদান করা হয়েছে।
জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা ৬ মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ
Thursday, March 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment