আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোর-যুগল।
সোমবার দিনগত রাতে পৌর শহরের হাটবন্দ (মৌবন্দ) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়Ñপৌর শহরের হাটবন্দ (মৌবন্দ) গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হোটেল শ্রমিক ইসলাম উদ্দিন (১৫) এর সাথে একই এলাকার আব্দুল মালেকের মেয়ে ফাহিমা আক্তারের (১৪) বিয়ে সাব্যস্ত হয়ে গত রোববার আকদ সম্পন্ন হয় এবং পরদিন বিয়ের তারিখ ধার্য করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান এ খবর পেয়ে থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। প্রশাসনের হস্তক্ষেপের সংবাদ পেয়ে সংশ্লিষ্ট কাজী উপস্থিত হননি।
অপরদিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেমের নির্দেশে এসআই কাওসারুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরসহ মেয়ের পিতা-মাতাকে আটক করতে গেলে বরসহ সবাই পালিয়ে যায়। পরে রাতে বড়লেখা থানায় স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়ের বিয়ে হবে না এ মর্মে মেয়ের পিতার লিখিত মুচলেকা নেওয়া হয়। বড়লেখা থানার এসআই কাওসারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
Tuesday, March 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment