বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র সংযোগসহ গ্যাস দিন – জৈন্তিয়া জনদাবী ছাত্রফ্রন্ট

Sunday, March 2, 2014

আমাদের সিলেট ডটকম:

বৃহত্তর জৈন্তার (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কানাইঘাট-কোম্পানীগঞ্জ) সর্বত্র সংযোগ সহ গ্যাস সরবরাহ এবং মহাল সামিল জলকরে গ্রামবাসীদের ভোগ ব্যবহারের অধিকার পুনর্বহালের দাবীর আন্দোলন আরও জোরদার ও বেগবান করার লৰ্যে জৈন্তাপুর উপজেলা সদর ও পার্শ্ববতী এলাকার কলেজ পড়ুয়া ছাত্রগণ গত শনিবার ১লা মার্চ সকাল ১০টায় উপজেলা সদরের রাজকুমারী ইরাদেবী মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন।

খাছর্বল আলমের সভাপতিত্বে এবং টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ ৰোভের সাথে বলেন, গত ৫৬ বছর যাবত জৈন্তা এলাকা হতে উত্তোলিত গ্যাস সিলেট সহ দেশের সর্বত্র সরবরাহ করা হচ্ছে। অথচ জৈন্তাবাসী গ্যাস ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত।

অন্যদিকে মহাল সামিল জলকরে বৃহত্তর জৈন্তা এলাকার গ্রামবাসী নামমাত্র খাজনায় ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ হওয়ার পরও ভোগ ব্যবহার করে আসছেন। কিন’ ২০০৯ সালে বৃহত্তর জৈন্তাবাসীকে এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বৃহত্তর জৈন্তাবাসীর প্রাণের দাবীসমূহ অবিলম্বে মেনে নেওয়ার জন্য উপসি’ত বক্তাগণ সরকারের নিকট জোরদাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায়ের অঙ্গিকার ব্যক্ত করা হয়। গ্যাস সংযোগ প্রাপ্তিসহ অন্যান্য দাবী আদায়ের আন্দোলন আরও জোরদার করার জন্য ছাত্র মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও মিনহাজ হুসেন কামরান ও খাছর্বল আলমকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুলৱাহ আল হাদী র্বহেলকে সদস্য সচিব এবং জামিল, আজির উদ্দিন, জাবেদ, কামর্বল ও শাকেল আহমদকে সদস্য করত: ৯ সদস্য বিশিষ্ট জৈন্তিয়া জনদাবী ছাত্র ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License