মানবজমিন: সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বি চৌধুরী বলেন, আমি বদরুদ্দোজা চৌধুরী একজন সাবেক প্রেসিডেন্ট। একজন সাবেক প্রেসিডেন্টকে ‘বদু কাকা’ সম্বোধন করে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির পক্ষে ‘কৌতুকউক্তি করা bad test (অরুচিকর)। এই উক্তি আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণ আশা করে- কিন্তু প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু কন্যা হিসেবে উক্তিটি অনভিপ্রেত। প্রধানমন্ত্রীর আসনটি স্বার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানীয়। তাঁর আসনটির মর্যাদসূলভ বক্তব্যই শোভনীয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি নিয়মিত নামাজ ও কোরআন পাঠকারী হিসেবে পরিচয় দান করেন। তিনি নিশ্চয় লক্ষ্য করবেন পবিত্র কোরআনে “নাম বিকৃত করার উপর কঠিন নিষেধ আছে। বদরুদ্দোজা, শামসুদ্দোহা, নুরুল হুদা এসব নাম আল্লাহর প্রিয় রসুল আমাদের নবী হযরত মুহাম্মদ (দ:)-এর নামের সমার্থক। আমরা এসব নাম নিয়ে কৌতুক করি না। আমি এই পবিত্র নামটি নিয়ে কৌতুক না করার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment