বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন : ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল
এ টি এম তুরাব, বিয়ানীবাজার : সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র দাখিল হয়েছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে। রবিবার ২ মার্চ সহকারী রিটার্নিং অফিসার ইউএনওর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই যথাযথ নিয়ম অনুসরণ করে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সকাল ১১টায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকসানা বেগমের মনোনয়নপত্র জমা দানের মাধ্যমেই শুরু হয় মনোনয়নপ্রত্র গ্রহণ কার্যক্রম। এ কার্যক্রম চলে দিনভর। সর্বশেষ হিসেব অনুযায়ী, চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
৫ মার্চ রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন। আর ১৩ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
১৯ দল থেকে একক প্রার্থী দেয়ার ঘোষণা দেয়া হলেও চেয়ারম্যান পদে বিএনপির ৩ জন ও জামায়াতে ইসলামীর ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপি ৫ জন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ১ জন, জামায়াতে ইসলামীর ১ জন ও স্বতন্ত্র ১ জন প্রার্থী রয়েছেন।
আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে সমঝোতা না হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
No comments:
Post a Comment