বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস
চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যান পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার ২ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে উৎসব মুখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনীর উদ্দিনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
চেযারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টার, সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ছাদিকুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ বশির আহমেদ, বিএনপি নেতা ও সাবেক দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আমীন চৌধুরী, জেলা বিএনপি নেতা আকাদ্দছ হোসেন তালুকদার, জেলা খেলাফত মজলিস (ইউসুফী) নেতা মাওলানা আব্দাল হোসেন খান ও স্বতন্ত্র শাহ আহমেদুর রহমান।
No comments:
Post a Comment