দিনাজপুরে সেচের পানির দাবিতে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক
অবরোধ ॥ ইউএনওর আশ্বাসে প্রত্যাহার
তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে তিস্তা ব্যারেজ থেকে সেচের পানির দাবিতে রানীর বন্দর এলাকার বিক্ষুদ্ধ কৃষকরা বুধবার ৫ ফেব্রুয়ারি সাড়ে ৪ ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
সকাল ১১টা থেকে শত শত কৃষক চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরের বেকী পুল এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে অবরোধের দুই ধারে আটকা পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও দূরপাল্লার গাড়িসহ কয়কশ যানবাহন। ফলে যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
কৃষকরা জানিযেছেন, তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরসহ আশেপাশের এলাকার হাজার হাজার একর বোরো জমি। পানির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ায় মরে যাচ্ছে সদ্য রোপিত বোরো চারা। অনেকে পানির অভাবে বোরো চারা রোপনই করতে পারছেন না।
বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অবরোধস্থলে এসে সেচের পানি নিয়মিত দেয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধে প্রত্যাহার করে নেয়া হয়।
No comments:
Post a Comment