আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জ জেলার দৰিণসুনামগঞ্জে একটি মসজিদের অর্থকড়ির (কেশ) টাকার হিসাব নিয়ে দু’পৰের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ জুমা দৰিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাকই গ্রামে এই ঘটনা ঘটে। এতে মহিলাসহ অন্ততো ২০ জন আহত হয়েছেন।
জানা যায়. উপজেলঅর পিঠাকই জামে মসজিদের মুতয়ালিৱ আজাদ মিয়া মেম্বার এর কাছে দীর্ঘদিন থেকে মসজিদ ফান্ডের কেশ টাকার হিসাব সংরৰিত ছিল। মাসখানেক পূর্বে গ্রামের কয়েকজন মিলে আজাদ মিয়ার কাছ থেকে জোরপূর্বক মসজিদের ৫৬ হাজার ৯শত ৩৫টাকার হিসাব তাদের হাতে তুলে নেন। শুক্রবার আজাদ মিয়া টাকার হিসাব জানতে চাইলে অপর পৰের লোকজন হিসাব দিতে অপারগতা স্বীকার করে কটুক্তি করেন। কথা কাটাকাটির একপর্যায়ে ১২/১৪জন লোক মিলে আজাদ মিয়ার উপর হামলা চালায় এসময় তাকে বাঁচাতে এলে রামদা, রড ও লাটিসোটার আঘাতে পরিবারের মহিলা সহ এলাকার অন্তত ২০জন লোক আহত হন। গুর্বতর আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আজাদ মিয়ার ছোট ভাই হাবিজ মিয়া (৫২), হাবিজ মিয়ার ছেলে খসর্ব মিয়া (২৫), আফিজুর রহমানের স্ত্রী বুলুয়ারা বেগম (৪৫), মরহুম এরব উলৱাহ স্ত্রী হলুফা বেগম (৫০), আমর মিয়ার মেয়ে হুসনা বেগম (১৩), তাজির্বন নেছা, আছাদুর রহমান, মতিউর রহমান ও জুবেল আহমদ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস’তি চলছে বলছে দৰিণ সুনামগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
দৰিণ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২০
Saturday, September 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment