আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার দুপুর সাড়ে ১২টায় মানবন্ধনটি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত হয়। এতে বিশ^বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানবন্ধন শেষে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখার সাধারণ সম্পাদক অপু দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি অনীক ধর। এ সময় তিনি বলেন, প্রতি বছর বছর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি অন্যায্য এবং অযৌক্তিক। ভর্তি ফরমের বর্ধিত মূল্য বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত উদ্ধৃত্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন খাতে জমা হয় এবং পরবর্তীতে কোনখাতে ব্যয় হয় তার কোন সুনির্দিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জনসমক্ষে প্রকাশ করেনা। ফলে এই বিপুল পরিমাণ অর্থ লুটপাট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।
সমাবেশ থেকে তিনি ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং ছাত্র সমাজকে শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহবান জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, ছাত্রফ্রন্ট শাবি শাখার কমিটি সদস্য ইশরাত রাহী রিশতা, মাসুদ করিম সোহাগ, টুনি আহমেদ প্রমুখ।
ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শাবিতে মানববন্ধন
Wednesday, September 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment