সিলেটে পূজা পরিষদের মানববন্ধন : সাম্প্রদায়িক উসকানিদাতা ড. শামীম খানের শাস্তি ও 'অনন্যা' নিষিদ্ধের দাবি

Wednesday, September 10, 2014


বিশেষ প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের বার্ষিকী ‘অনন্যা’ (জুন ২০১৪) নিষিদ্ধ করা ও ওই বার্ষিকীতে সাম্প্রদায়িক উসকানিমূলক নিবন্ধের লেখক ড. শামীম খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার ১০ সেপ্টেম্বর দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধন চলাকালে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও সংগঠনের সিলেট বিভাগে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার পরিচালনায় বক্তারা বলেন, সরকারি মহিলা কলেজ বার্ষিকীতে ড. শামীম খান হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অবমাননা করে অনন্যা’য় যে নিবন্ধ লিখেন তা দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারীসহ সকল বিবেককান মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এটি রাষ্ট্র, মানবাধিকার ও ধর্মীয় চেতনার পরিপন্থী। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর একটি সুগভীর চক্রান্তের অংশ। দেশের শিক্ষাঙ্গনগুলো যেখানে আধুনিক বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক প্রজন্ম তৈরির পক্ষে কাজ করছে সেখানে চরম বিতর্কিত ড. শামীম জাতীয় শিক্ষানীতি ২০১০ ও প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ এর বিপরীতে দেশের কোমলমতি শিক্ষার্থীদের মনে সাম্প্রদায়িক বিদ্বেষ ও উগ্রবাদের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন। তাই শিক্ষক নামধারী ড. শামীম খানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ও ‘অনন্যা’ নিষিদ্ধ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License