আমাদের সিলেট ডটকম:
নতুন নতুন আইন করে ইটভাটা মালিকদের নিঃস্ব না করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের ইটভাটার মালিকরা। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশের পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ইটভাটা থেকে পরিবেশ দোষণরোধে সরকারের নির্দেশ অনুসারে আমরা ১২০ ফুট লম্বা স্থায়ী চিমনি স্থাপন করেছি। এই চিমনি নির্মাণ করতে গিয়ে আমাদের ব্যয় হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। এটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ বান্ধব প্রমাণিত হওয়ায় মালিকগণ কড়া সুদে ঋণ, ব্যাংক ঋণ এমনকি জায়গা-জমি বিক্রি করে চিমনি তৈরি করেছেন। অথচ মাত্র তিন বছরের মাথায় হঠাৎ করে সরকার নতুন আইন প্রণয়ন করেছেন। এ আইনে ঝিকঝাক নির্মাণ করতে বলা হয়েছে। যা আমাদের জন্য মরার উপর খাড়ার গাঁ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসমানীনগর উপজেলার সাদিপুর উত্তরপারে অবস্থিত বি,আহমদ ব্রিক ফিল্ডের পরিচালক শামীম আহমদ বলেন, নতুন এ পদ্ধতি চালু করতে হলে আমাদেরকে আরো ৪১ থেকে ৪২ লক্ষ টাকা ব্যয় করতে হবে। এমনিতেই অনেক মালিক পূর্বের পদ্ধতিতে চিমনি স্থাপন করে ঋণগ্রস্ত এখন আবার এই নতুন পদ্ধতি মালিকদেরকে পথে বসার উপক্রম করে দিয়েছে। নতুন এই আইনটি গত পহেলা জুলাই থেকে কার্যকর করা হলেও পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে কিছুই জানায়নি বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে নতুন আইনের কথা শুনে ইটভাটা মালিকরা পরিবেশ অধিদপ্তরে গিয়ে সার্কুলারটি সংগ্রহ করেন। নতুন এ আইন অনুযায়ী পদ্ধতি অবলম্বন না করলে এক লক্ষ টাকা জরিমানা অথবা ১ বছরের জেল কিংবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এই বিধান ইটভাটা মালিকদের জন্য হুমকি স্বরূপ। তবে সরকার যদি যথেষ্ট সময় এবং সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেন তবে মালিকগণ এ পদ্ধতি অবলম্বন করবেন।
সংবাদ সম্মেলনে উলেখ করা হয় সারা দেশে প্রায় ৮হাজার এবং সিলেট জেলায় প্রায় দেড়ম ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় পাচশ জন লোকের কর্মসংস্থান হয়। প্রতি ইটভাটার মাধ্যমে বছরে সরকারি কোষাগারে জমা হয় তিন লক্ষ টাকা। সুতরাং একটি ইটভাটা বন্ধ হলে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি অসংখ্য মানুষ হযে পড়বে বেকার। ইট স্বল্পতার কারণে দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ কাজ সম্ভব হবে না। ইটভাটার সাথে সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠি অনাহারে অর্ধাহারে নিপতিত হয়ে পড়বে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট এই বিশাল জনগোষ্ঠি তাদের রুটি রুজির পথ বন্ধ না করতে আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ওসমানীনগর কাজী ব্রিকফিল্ডের পরিচালক কাজী নজরুল ইসলাম প্রমুখ।
সিলেটে ইটভাটা মালিকদের সংবাদ সম্মেলন: ‘নতুন আইনে আমরা নিঃস্ব হয়ে যাব’
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment