আমাদের সিলেট ডটকম:
দৰিণ জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা ফার্বক আহমদকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোগলাবাজার থানার ওসি জানিয়েছেন, মাওলানা ফার্বকের বির্বদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। কয়েকটি মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে গতকালই মাওলানা ফার্বককে জেলে প্রেরণ করা হয়।
এদিকে, ফার্বক আহমদের গ্রেফতারের প্রতিবাদে বিৰোভ মিছিল করেছে দৰিণ সুরমা উপজেলা জামায়াত। স’ানীয় সিলাম চকের বাজারে অনুষ্ঠিত মিছিলে উপসি’ত ছিলেন মোগলাবাজার থানা জামায়াতের সেক্রেটারী সাব্বির আহমদ, বরইকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর সামসুল ইসলাম, জামায়াত নেতা মনসুর আলম, আবুল হাসনাত, কাজী জাফর, গিয়াস উদ্দিন, সালেহ আহমদ, নুর্বল হুদা জুনেদ, মুহিবুর রহমান, শিবির নেতা মোজাম্মেল আহমদ প্রমুখ।
দৰিণ জেলা জামায়াত নেতা গ্রেফতার ॥ বিৰোভ মিছিল
Thursday, September 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment