সেনা কর্মকর্তা মেজর রাজ্জাকুল হকের ইন্তেকাল

Tuesday, September 9, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাজ্জাকুল হক (জাকা) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)।

মরহুম মেজর রাজ্জাকুল হক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সোনাপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মতিন ও মরহুমা রেজিয়া বেগমের একমাত্র সন্তান।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্টস্থ নিজ দফতরে দায়িত্বরত অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরহুম রাজ্জাকুল হক স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুম মেজর রাজ্জাকুল হক ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি ও ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। উভয় পরীক্ষাতেই তিনি সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেন। তিনি নগরীর লাভলী রোড (নির্ঝর-৪) এর বাসিন্দা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ক্যাপ্টেন মরহুম মুহিবুর রহমান বকুলের ভাগ্নে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License