আমাদের সিলেট ডটকম:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপনসহ বিএনপির ২৩ নেতা-কর্মী গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন।
গত ১৫ জানুয়ারী বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী বাঁধার ঘটনাকে কেন্দ্র করে মুখে, বিএনপি ও পুলিশের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ায় সাবেক ওসি, দারোগা ও চার কনস্টেবল আহত হয়। পুলিশের উপর হামলার প্রতিবাদে সাবেক দারোগা মকবুলুর রহমান বাদী হয়ে ২৬ জন নেতাকর্মীকে আসামী করে গত ১৬ জানুয়ারী ধর্মপাশা উপজেরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। ঐ মামলায় গত ২৮ আগস্ট ধর্মপাশা উপজেলা সিনিয়র জুডিসিয়াল আদালতে ২৩ জন আসামী হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন জামিনের আবেদন না মঞ্জুর করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সুনামগঞ্জ জেলা জজ আদালতে জামিনের আবেদন করার পর কারাবন্দী বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. রফিক চৌধুরী, সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপনসহ ২৩ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।
ধর্মপাশায় বিএনপির ২৩ নেতাকর্মী জামিনে মুক্ত
Tuesday, September 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment