আমাদের সিলেট ডটকম:
ছাত্রদল নেতা শামসুল ইসলামের জামিন মঞ্জুর হয় নি। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন সিলেট আদালত। চিত্র নায়িকা শাবনূরের বাবা কাজী নাসিরকে পুড়িয়ে হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির হয়ে বিচারক শামসুল ইসলাম জামিন আবেদন করলে বিচারক আনোয়ারুল হক জামিন নামঞ্জুর করে ওই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সমপ্রতি শাবনূরের বাবা কাজী নাসির হত্যা মামলায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস ও দিনারকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়। এ মামলায় ২৪ আসামির মধ্যে বিএনপি নেতা এ টি এম ফয়েজসহ ১২ জন চার্জশীটের আগ পর্যন্ত জামিনে ছিলেন।
এদের মধ্যে বৃহস্পতিবার শামসুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচার তার জামিন নামঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় পলাতক অন্যদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।
উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের যাত্রী নায়িকা শাবনূরের বাবা কাজী নাসির দগ্ধ হয়ে মারা যান। হতাহত হন আরো কয়েকজন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ দিনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়।
নায়িকা শাবনূরের বাবা হত্যা: জামিন নামঞ্জুর হয়ে ছাত্রদল নেতা কারাগারে
Thursday, September 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment