আমাদের সিলেট ডটকম : সরকারে না থাকা নিয়ে খুব শিগগিরই দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
হবিগঞ্জে দলের এক সভায় যোগ দিতে যাওয়ার পথে আশুগঞ্জে রাজমনি হোটেলে যাত্রাবিরতি দেন এরশাদ, সেখানেই সাংবাদিকরা তার সঙ্গে কথা বলেন।
এরশাদ বলেন, বিরোধী দল করতে হলে সরকারের থাকা যায় না। ইতোমধ্যে আমরা আলোচনা করেছিলাম, সিদ্ধান্ত কিছুদিন পরে হবে।
আগের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, আমরা মন্ত্রিত্ব চাই না। মন্ত্রিত্বে যাওয়ার ইচ্ছাও ছিল না আমাদের। যা হয়ে গেছে, হয়ে গেছে। আগামীতে আমরা প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে চাই।
সংসদে প্রধান বিরোধী দল হিসেবে সরকারের ভুলগুলো তুলে ধরবেন বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় নেয়ার লক্ষ্য নিয়ে এখন কাজ করছেন বলে জানান তিনি।
এরশাদ বলেন, আমাদের লক্ষ্য হল আগামীতে নির্বাচনে গিয়ে ক্ষমতায় যাওয়া। জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে।
এজন্য সারাদেশে দলের নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহŸান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং সদস্য সচিব মেরাজ সিকদার প্রমুখ।
বিরোধী দল হলে সরকারে থাকা যায় না: এরশাদ
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment