আমাদের সিলেট ডটকম:
দোয়ারায় দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্ততো ৩০ জন লোক আহত হয়েছে। গুরুতর আহত ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কান্দাগাঁও ও শিবপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে কান্দাগাঁও গ্রামের হারুন মিয়ার পুত্র শাহিন ও শিবপুর গ্রামের মখলিছ আলীর পুত্র ফয়জুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে দু’গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের প্রায় ৩০ জন লোক আহত হয়। গুরুতর আহত আজাদ মিয়া (২৭), সাইদুর রহমান (২৫), ছয়ফুল আমীন (৩২), কাঁচা মিয়া (৬২), আক্তার হোসেন (২৫), রাহান উদ্দিন (২৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমাদ উদ্দিন (৩০), সিরাজ উদ্দিন (২২), মুক্তার হোসেন (২৫), সয়ফুল (৩২), মেহের উদ্দিন (২৫), সাইদুর রহমান (২০), আব্দুল খালেক (৬০), জাবেদ মিয়া (১৮), আলাউদ্দিন (৩৩), হামিদ মিয়া (৩২), সিরাজ মিয়া (৩০), ফয়জুল ইসলাম (২১), সফিকুল ইসলাম (২৭), আব্দুল আলীম (৩৫), আইয়ূব আলী (৭০)সহ অন্যান্য আহতদের ছাতক ও দোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোয়ারায় সংঘর্ষে আহত ৩০
Thursday, September 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment