আমাদের সিলেট ডটকম:
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিএনজি অটোরিকশা শ্রমিকদের নতুন সংগঠন প্রতিষ্ঠার জের ধরে রবিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় গোয়ালাবাজারের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ওসামনীনগর থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, গোয়ালাবাজার সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অধীনে প্রায় দুই হাজার শ্রমিক রয়েছে। বৃহৎ এ সংগঠনের নানা বিষয়ে মতবিরোধের জের ধরে সংগঠনের চেয়ারম্যান জিলু মিয়ার উপর অনাস’া এনে প্রায় দুই শতাধিক সদস্য সমপ্রতি নতুন একটি শ্রমিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। পদত্যাগকারী সদস্যরা সিলেট জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাথে যোগাযোগ করে গোয়ালাবাজারে পৃথক আরেকটি শ্রমিক সংগঠন প্রতিষ্ঠার দাবি জানায়। তাদের দাবি ও এর যৌক্তিকতা যাচাই করে গত ১ সেপ্টেম্বর সিলেট জেলা অটো রিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া স্বাক্ষরিত এক পত্রে ৬ নভেম্বর দক্ষিণ গোয়ালা বাজার অটো রিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন নামে নতুন সংগঠন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেন।
এ ঘোষণায় পদত্যাগকারী সদস্যরা নতুন সংগঠন উদ্বোধনে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন গোয়ালাবাজারে বিদ্যমান পুরনো সংগঠন নেতৃবৃন্দের আপত্তির কারণে নতুন সংগঠনের অনুমতি স’গিত করা হয়েছে। এ নিয়ে নতুন সংগঠন করতে আগ্রহী শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে শনিবার রাতে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
সিলেট জেলা অটো রিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া বলেন, গোয়ালাবাজার অটো রিকশা শ্রমিক সংগঠনের চেয়ারম্যান জিলু মিয়ার অনিহার কারণে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান-টি ঝুলে রয়েছে। জেলা সংগঠনের পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চুড়ান- সিদ্ধান- হবে।
এদিকে শ্রমিকরা ক্ষোভে যে কোন সময় বড় ধরনের আন্দোলনে যাবে বলে জানা গেছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জুবের আহমদ বলেন, অটো রিকশা শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে এনেছে। উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি চলছে।
নতুন সংগঠন প্রতিষ্ঠার জের ওসমানীনগরে অটোরিকশা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
Monday, September 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment