আমাদের সিলেট ডটকম:
সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। সিলেট জেলা ছাত্রলীগের কর্মীসভা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই সাথে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ একাধিক সূত্র জানিয়েছে, রবিবারের নির্ধারিত কর্মীসভা শেষ পর্যন্ত না হওয়ারই আশঙ্কা।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে রবিবার সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ ভবনে কর্মীসভা হওয়ার কথা ছিলো। পরবর্তীতে দুপুর ১টায় কর্মীসভা হবে, এরকম একটা গুঞ্জন শুনা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টায়) কর্মীসভা শুরু হয়নি।
এদিকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও এখন পর্যন্ত সিলেট এসে পৌঁছাননি। এমতাবস্থায় জেলা ছাত্রলীগের কর্মীসভা নিয়ে তৈরী হয়েছে ধুম্রজাল। ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, রবিবারের নির্ধারিত কর্মীসভা শেষ পর্যন্ত না হওয়ার আশঙ্কাই বেশি। কর্মীসভাকে ঘিরে সংঘাত-সংঘর্ষ বাধতে পারে, এমন আশংকা থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মীসভা করার চিন্তা বাদ দিয়েছেন বলে জানিয়েছে ওই সূত্র।
এছাড়াও কয়েকটি সূত্র জানায়, কর্মীসভার বদলে সিলেট জেলা ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলোর সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট জেলা ছাত্রলীগের কর্মীসভা নির্ধারিত সময়ে শুরু হয় নি \ সংঘর্ষের আশঙ্কা \ ধুম্রজাল
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment